Wednesday, January 7, 2015

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ চলবে: রিজভী:RTNN

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ চলবে: রিজভী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২০-দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে গুলশানের একটি বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।’ রিজভী সরকারের বিরুদ
্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মুক্তি দাবি করেন তিনি। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘সরকার খালেদা জিয়াকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পিপার স্প্রে নিক্ষেপ করেছিল। এই বিষাক্ত পিপার স্প্রের পর থেকে তিনি অসুস্থ।’ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে থেকে রোববার রাতে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বুধবার ভোররাতেই গোপনে হাসপাতাল ছেড়ে গুলশানের ওই বাড়িতে ওঠেন তিনি। নিজের গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারি কর্মসূচি পালন করতে না পারার পর সারাদেশে অবরোধ ডাকেন। তিনি এখনো ওই কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। মন্তব্য      


No comments:

Post a Comment