Wednesday, January 7, 2015

বাংলাদেশে চলছে ‘দেখে নেয়ার রাজনীতি’:RTNN

বাংলাদেশে চলছে ‘দেখে নেয়ার রাজনীতি’ নিউজ ডেস্ক আরটিএনএ ঢাকা: অবরোধ আর গ্রেপ্তার অভিযানে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে চলছে দেখে নেয়ার রাজনীতি। বিএনপি-জামায়াত জোটকে দমনে প্রশাসিন ও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করছে সরকার। আর টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। একতরফা নির্বাচনের প্রথম বছরপূর্তি  ৫ জানুয়ারি থেকে দেশ আবারো সংঘাতময় রাজনীতির দিকে যাচ্ছে। বিএনপি চেয়ারপার্সন বেগম
খালেদা জিয়া শনিবার রাত থেকে ‘অবরুদ্ধ’ আছেন তার গুলশানের কার্যালয়ে। সোমাবার দুপুরের পর থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়েও শেষ পর্যন্ত রেহাই পাননি বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব থেকে বের হওয়ার পথে তাকে গাড়িসহ আটক করে গোয়েন্দা সদর দপ্তরে নিয়ে গেছে পুলিশ। এর আগে শনিবার রাতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে তুলে নিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করে দিয়ে পাহারা বসিয়েছে। গত কয়েকদিনে ঢাকাসহ সারাদেশে বিএনপির অন্তত পাঁচশ’ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই এখন আত্মগোপনে। দু’দিনে সারাদেশে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শতাধিক গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। বিএনপির লাগাতার অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। এই অবরোধ তেমন তীব্র না হলেও, জনজীবনে রয়েছে তার নেতিবাচক প্রভাব৷ সাধারণ মানুষ আছেন আতঙ্কে। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। শাসক দলের নেতাকর্মীরাও মাঠে আছেন। তারা নেমেছেন প্রতিরোধে। তারা বলছেন, ‘আমরা নাশকতাকে প্রতিরোধ করবো।’ এই প্রেক্ষাপটে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ডয়চে ভেলে-কে বলেন, ‘দেশে এখন দেখে নেয়ার রাজনীতি চলছে। বিরোধী মতকে দমন করা হচ্ছে। আর এই দমনের জবাব দিতে গিয়ে বিরোধীরা কর্মসূচি দিচ্ছে ঠিকই, কিন্তু তা তেমন বাস্তবায়ন করতে পারছে না।’ তিনি বলেন, ‘পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। যদি ঈশ্বর তাদের মনে সুমতি দেন, তাহলে হয়ত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে।’ হাফিজ উদ্দিন খান বলেন, ‘এ পরিস্থিতির প্রধান শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তারা যদি কোনো দিন জেগে ওঠেন, তাহলেও হয়ত এই অবস্থা থেকে রেহাই পাওয়া যেতে পারে।’ তার কথায়, ‘বাংলাদেশে এখন বিরোধিতার রাজনীতি নয়, প্রতিহিংসা আর দেখে নেয়ার রাজনীতি চলছে। এই রাজনীতি অব্যাহত থাকলে জাতির সামনে আরো চরম দুর্দিন অপেক্ষা করছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলে-কে বলেন, ‘দুটি দলই অতিমাত্রায় তাড়াহুড়ো করছে। সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য, আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য। ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। এতে অবশ্য কোনো দলই লাভবান হচ্ছে না। বরং দুই দল সম্পর্কেই সাধারণ মানুষের খারাপ ধারণা বাড়ছে।’ এছাড়াও ‘এই সময় বিদেশ থেকে আসা কিছু রাজনৈতিক কথাও পরিস্থিতিকে উত্তপ্ত করছে’ বলেন তিনি। ড. শান্তনু মজুমদার বলেন, ‘আমরা কোনোভাবেই ২০১৩ সালের অবস্থায় ফিরে যেতে চাই না, কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’ সূত্র: ডয়চে ভেলে। মন্তব্য      


No comments:

Post a Comment