মৌলভীবাজার: কুলাউড়ার মনু ও টিলাগাঁও রেলওয়ে স্টেশনের মধ্যখানে ইসবপুর চকশালনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির যাত্রীবাহী সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদয়ন ট্রেনটি মোট ১১টি বগি নিয়ে চট্টগাম থেকে সিলেটে আসছিল। এই স্থানে আসার পর ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মির্জা মো. সামছুল আলম জানান, দুর্ঘটনা কবলিত উদয়ন ট্রেনটির উদ্ধার কাজ চলছে। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশে কেউ হয়তো এমন ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নতুন বার্তা/জিহ
No comments:
Post a Comment