Wednesday, January 7, 2015

কৌশলে বেরিয়ে এসেছি: রিজভী :Natun Barta

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, “পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে  আমি রাজনৈতিক কৌশলে বেরিয়ে এসেছি।”   বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি বাসায় গণমাধ্যম কর্মীদের একথা জানান রিজভী।
/adserve/www/delivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> প্রসঙ্গত, গত শনিবার রাত ১২টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে ডিবি পুলিশ আটক  করে। এরপরে তার অসুস্থতার কারণ দেখিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। ওই সময় পুলিশের পক্ষে রিজভী আহমেদ আটক নন বলেও দাবি করা হয়। মঙ্গলবার গভীর রাতে রিজভী কাউকে না জানিয়ে কৌশলে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশ না দেয়া পর্যন্ত ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে এবং চলবে বলে জানান রিজভী। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হিটলারের মতো গ্যাস চেম্বারে ফেলে আওয়ামী লীগ সরকার হত্যার চেষ্টা করছে। খালেদা জিয়া এখনো অসুস্থ। তাকে হত্যার উদ্দেশেই পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করেছে।”   এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। নতুন বার্তা/বিইউ/জবা  


No comments:

Post a Comment