alt='' /> জানতে ইচ্ছে করে কেন তারে দায় দিয়ে বাধা যে জীবন দায়হীন! আমি, তুমি, সে- তারা হলে দোষ কি প্রথম যেমন ছিল আজো তাই হোক, কেন এক আকাশের নিচে পুড়াবার এত সাধ কেন তার নীল ভুলে মেঘ ডেকে আনা আজ মান ভাঙাবার ছুটি হোক, কে বলে কপাট খুলে নিশ্চুপে একা আড়ালে কার ডাক তবে? পুড়ে জোর কপাটিকা। পুরনো কবিতা সাক্ষী, সাক্ষী টেবিলে রেখে দেয়া এক রাত্রির বই, যদি এক আকাশ আর পৃথিবীকে সামনে আনো নিয়ে আসো সবকটি সকাল, দুপুর, রাত্রি ভাগ করি পুরনো যতো লেনদেন, প্রেমিকেরা প্রেম হয়ে যাক বেলা শেষের, তারপর এসো ডুবে যাই অদৃশ্য সেজদায় সব আত্মার মালিকের কাছে ভবিষ্যত দ্বি-খণ্ডিত হবার আগে। থাকবো না তার সীমায় যে দিন আকাশ ছুঁবে আমায় আমি থাকবো না তার সীমায়, ডুব দিয়েছি আপন খুঁজে তাই একাই আমি ‘এক’ হয়ে যাই, মন ফেলে যাই মনের পাড়ায় দূর তারা হই চোখের তারায়, তোমরা থেকো যে যার মতো সেথা আমি অতীত ইচ্ছে মতো! যে দিন আকাশ ছুঁবে আমায় আমি থাকবো না তার সীমায়।
Thursday, January 8, 2015
ইচ্ছার জোড়া চিঠি :Natun Barta
alt='' /> জানতে ইচ্ছে করে কেন তারে দায় দিয়ে বাধা যে জীবন দায়হীন! আমি, তুমি, সে- তারা হলে দোষ কি প্রথম যেমন ছিল আজো তাই হোক, কেন এক আকাশের নিচে পুড়াবার এত সাধ কেন তার নীল ভুলে মেঘ ডেকে আনা আজ মান ভাঙাবার ছুটি হোক, কে বলে কপাট খুলে নিশ্চুপে একা আড়ালে কার ডাক তবে? পুড়ে জোর কপাটিকা। পুরনো কবিতা সাক্ষী, সাক্ষী টেবিলে রেখে দেয়া এক রাত্রির বই, যদি এক আকাশ আর পৃথিবীকে সামনে আনো নিয়ে আসো সবকটি সকাল, দুপুর, রাত্রি ভাগ করি পুরনো যতো লেনদেন, প্রেমিকেরা প্রেম হয়ে যাক বেলা শেষের, তারপর এসো ডুবে যাই অদৃশ্য সেজদায় সব আত্মার মালিকের কাছে ভবিষ্যত দ্বি-খণ্ডিত হবার আগে। থাকবো না তার সীমায় যে দিন আকাশ ছুঁবে আমায় আমি থাকবো না তার সীমায়, ডুব দিয়েছি আপন খুঁজে তাই একাই আমি ‘এক’ হয়ে যাই, মন ফেলে যাই মনের পাড়ায় দূর তারা হই চোখের তারায়, তোমরা থেকো যে যার মতো সেথা আমি অতীত ইচ্ছে মতো! যে দিন আকাশ ছুঁবে আমায় আমি থাকবো না তার সীমায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment