Thursday, December 18, 2014

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ:Time News

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ ডিসেম্বর, ২০১৪ ১৩:২৮:২৪ অবশেষে ৩৪তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ আট মাস পর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বৃস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল কমিশনের (http://www.bpsc.gov.b
d) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে BCS লিখে স্পেস দিয়ে 34 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। পিএসসি থেকে জানা যায়, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি দুই হাজার ৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ২৪ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। দুই দফায় সংশোধিত ফলাফলে ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। এ বছরের ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা (বিষয়ভিত্তিক বাদে) শেষ হয়। এএইচ


No comments:

Post a Comment