Monday, December 8, 2014

ব্রাশফায়ারে আরেকজনকে হত্যা, উত্তপ্ত পাহাড়:Time News

ব্রাশফায়ারে আরেকজনকে হত্যা, উত্তপ্ত পাহাড় রাঙামাটি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৮ ডিসেম্বর, ২০১৪ ১৩:৫২:৫৬ অস্ত্রধারী দুর্বৃত্তদের অতর্কিত ব্রাশফায়ারে চুংগুলা চাকমা (৩০)  নামে পথচারি এক মহিলা নিহত এবং হরিধর চাকমা (৪৫) নামে আরেকজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে খাগরাছড়ির মানিকছড়িতে জেএসএস'র উপজেলা
সভাপতির বাসায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী  এবং আহত হন মংসাজাই মারমা। কাউখালি থানার অফিসার ইনচার্জ নীলুকান্ত বড়ুয়া সোমবারের হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপিডিএফ নিয়ন্ত্রিত ঘাগড়ার চেলাছড়া নোয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত মেলা দেখতে যাওয়ার পথে অস্ত্রধারীরা অতর্কিত ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই চুংগুলা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় হরিধর চাকমা আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রঘোনাস্থ মিশন হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ঘাগড়া থেকে সেনাবাহিনী এবং কাউখালী থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ নীলু কান্তি বড়ুয়া। এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে খাগরাছড়ির মানিকছড়ি বাজার সংলগ্ন রাজপাড়ায় জেএসএস'র উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবুর ভাড়া বাসায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ নেতা চিংসামং চৌধুরী (৪২) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হন মংসাজাই মারমা আহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় রোববার মানিকছড়িতে দিনভর বিক্ষোভ শেষে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করছে জেএসএস নেতাকর্মীরা। এসব ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। পাল্টাপাল্টি দোষারোপ করছেন পাহাড়ের প্রধান দু'দল ইউপিডিএফ ও জেএসএস নেতাকর্মীরা। যেকোন সময় আরও বড় কোন সংঘর্ষ বা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে কাউখালী উপজেলা জেএসএস নেতা সুবাস চাকমা ইউপিডিএফ'র বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তাদের অন্তর্কোন্দলের কারণে নিরীহ পথচারী নিহত এবং আহত হয়েছে। অপরদিকে ইউপিডিএফ’র নেতা রাকেল তঞ্চঙ্গ্যা জানিয়েছেন তাদের নিয়ন্ত্রিত এলাকায় জেএসএস অতর্কিত হামলা চালিয়ে ব্রাশ ফায়ার করলে এ ঘটনা ঘটেছে। এআর  


No comments:

Post a Comment