Thursday, December 18, 2014

আপনাদের রসনা সংযত করুন, প্রধানমন্ত্রীকে ফখরুল:Time News

আপনাদের রসনা সংযত করুন, প্রধানমন্ত্রীকে ফখরুল সিনিয়র রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ ডিসেম্বর, ২০১৪ ১১:৪৮:৪৮ তারেক রহমানকে নিয়ে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের রসনা সংযত করুন। কারণ ইট মারলে পাটকেল খেতে হবে। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলবেন আর আমরা তা নীরবে সহ্য করব সেটি হতে পারে না। বৃহস
্পতিবার সকালে রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সর্বদলীয় ছাত্র ঐক্যের কনভেনশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইতিহাসের পাতা থেকে কিছু সত্য কথা উদ্ধৃত করছেন। আর এতে আপনাদের গায়ে জ্বালা ধরে গেছে। ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ বাংলাদেশের জন্মের পর সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। এই সমস্যা বিএনপি বা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একার নয়। এটি বাংলাদেশের জনগণের সমস্যা। কারণ দেশের গণতন্ত্র আজ কারারুদ্ধ। মির্জা ফখরুল বলেন, যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য মুক্তিযুদ্ধে আমাদের সাহসী সন্তানেরা তাদের জীবন উৎসর্গ করেছিল। আওয়ামী লীগ মানুষের অধিকারকে হরণ করে বন্দুক ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেই গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। সেই একই কায়দায় পাকিস্থানীরা আমাদের অধিকারকে হরণ করেছিল। তাই বলতে চাই, আওয়ামী লীগ ও পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান অবৈধ সরকারের পতনের আগামী আন্দোলনেও আপনারা সাহসী ভূমিকা পালন করবেন। মানুষের অধিকার কেড়ে নেয়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন। প্রসঙ্গত, ছাত্র ঐক্যের কনভেনশনে দুপুর ২টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এমএইচ/ এআর  


No comments:

Post a Comment