Thursday, December 18, 2014

বিচারক বাসুদেবকে পটুয়াখালীতে বদলি:RTNN

বিচারক বাসুদেবকে পটুয়াখালীতে বদলি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার চলছে যে বিশেষ আদালতে, তার বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করা হয়েছে। তার স্থলে আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু আহমদ জমাদারকে ওই বিশেষ আদালতের বিচারক নিয়োগ দেয়া হয়েছে। প্রধান বিচারপতির পরামর্শে এই বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। তবে
সূত্র জানায়, এখনো এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। দু-একদিনের মধ্যেই বদলি ও নিয়োগের আদেশ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করবে। রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি মামলা চলছে। খালেদা জিয়ার আইনজীবীরা ইতোমধ্যে বিচারক বাসুদেব প্রতি অনাস্থা জানিয়েছেন। এর আগে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান জানান, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি বাসুদেব রায়কে বদলির সুপারিশ করেছে। এতে আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মতামত) আবু আহমেদ জমাদারকে বিশেষ ওই আদাতের বিচারক নিয়োগ করার সুপারিশ করা হয়। আর বাসুদেব রায়কে বিশেষ বিচারক হিসেবে পটুয়াখালীতে বদলির সুপারিশ করা হয়। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক জানান, এখনো এ ব্যাপারে গেজেট নোটিফিকেশন জারি করা হয়নি। একজন সরকারি আইনজীবী জানিয়েছেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার কার্যক্রম ত্বরান্বিত করতেই বাসুদেবকে বদলি করা হচ্ছে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান এবং অন্য ৪ জনের বিরুদ্ধে ২ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটিতে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ টাকা দুর্নীতির অভিযোগ করা হয়েছে। গত ১৯ মার্চ এ দুই দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় ও বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। গতকাল বুধবার জিয়া অরফানেজ মামলায় শুনানি হয়েছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। মন্তব্য      


No comments:

Post a Comment