
টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির দপ্তর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। বিএনপির এক সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন আহবান করেছেন খালেদা জিয়া। একইসঙ্গে বর্তমান সরকারকে অগণতান্ত্রিক আখ্যায়িত করে এই সরকারের আমলে যেসব অনিয়ম হয়েছে তার একটি খতিয়ানও সংবাদ সম্মেলনে তুলে ধরবেন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারকে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আহবান জানাবেন বেগম খালেদা জিয়া। এছাড়া আগামী ৫ জানুয়ারি ক্ষমতাসীন দল যখন গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে সেটাকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনে সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি আহবান জানাবেন বেগম খালেদা জিয়া। এমকে/এআর
No comments:
Post a Comment