Wednesday, December 31, 2014

২০১৪ বিএনপির পতনের সাল, ২০১৫ তাদের কবর: মায়া:Time News

২০১৪ বিএনপির পতনের সাল, ২০১৫ তাদের কবর: মায়া স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ৩১ ডিসেম্বর, ২০১৪ ১১:৫০:৪২ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০১৪ বিএনপির পতনের সাল। ২০১৫ সাল হবে তাদের কবরের। তারা যেভাবে সাধারণ মানুষ হত্যা করেছে, কোরআন শরীফে আগুন দিয়েছে, জনগণ তাদের ক্ষমা করবে না। বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ২২টি সংগঠন আয়োজিত হরতাল
বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালের শেষ দিন আজ। যায় দিন ভালো। আসে দিন খারাপ। ২০১৪ সাল ছিল শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সাল। আর ২০১৫ সাল হবে খালেদার সর্বনাশের সাল। মায়া বলেন, খালেদা জিয়া মানুষ খেকো। রক্ত ছাড়া তার আর কিছু ভালো লাগে না। বিএনপিকে তো এখন আর আমরা বিএনপি বলি না, খালেদা জিয়া এখন জামায়াত-শিবিরের আমির। এজন্য তার কথা তার নেতারাও শুনেন না। ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ। এমআর/ এআর


No comments:

Post a Comment