Wednesday, December 24, 2014

খালেদা'র উপস্থিতিতে ফের বিচার শুরু:Time News

খালেদা'র উপস্থিতিতে ফের বিচার শুরু স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৪ ডিসেম্বর, ২০১৪ ১২:৫৬:০৫ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারের জন্য ফের বসেছেন আদালত। বুধবার বেলা বারটা ৩৫ মিনিটে রাজধানীর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতের কার্যক্রম আবারও শুরু হয়েছে। শুর
ুতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ শুরুর কথা রয়েছে। এর আগে বেলা সাড়ে বারটায় হাজিরা দিতে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সাড়ে এগারটার দিকে গুলশানের বাসভবন থেকে উদ্দেশ্যে রওনা হন তিনি। আদালতের এজলাসকক্ষে ঢুকে তার জন্য নির্ধারিত চেয়ারের পাশে দাঁড়িয়ে ছিলেন খালেদা। তার পেছনে ছিলেন এ মামলার অন্য তিন আসামি। বিচারক এজলাসে ওঠার পর খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া তাকে চেয়ারে বসতে দেওয়ার অনুমতি চাইলে আদালত অনুমতি দেন। পরে খালেদা তার চেয়ারে বসেন। এর আগে খালেদার আগমনের জন্য মুলতবি রাখা হয় আদালত। বিচারক এজলাসে ওঠার পর দশ মিনিট কার্যক্রম চালিয়ে তার হাজির হওয়ার জন্য আদালত মুলতবি রাখেন। এ সময় বিচারক জানান, খালেদা জিয়া এলে দুই দুর্নীতি মামলার বিচারে ফের বসবেন আদালত। বেলা সোয়া এগারটায় সাক্ষ্যগ্রহণের লক্ষ্যে এজলাসে ওঠেন বিচারক। সাক্ষীও আদালতে হাজির হন। তবে খালেদার আইনজীবীরা জানান, তার আসতে কিছুটা দেরি হবে। এ কারণে তিনি হাজির হওয়ার পরে আদালত ফের বসবে বলে জানিয়ে এগারটা ২৫ মিনিটে মুলতবি করেন আবু আহমেদ জমাদার। তবে খালেদা জিয়া সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে সময়ের আবেদন জানাবেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলেন, উচ্চ আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদনের কথা উল্লেখ করে তারা সময় চাইবেন। খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে রওনা হচ্ছেন বলেও জানান তারা। এর আগে বিচারক তার পরিচিতি উল্লেখ করে এ মামলার বিচার কাজ চালাতে রাষ্ট্র, দুদক ও আসামিপক্ষের সহযোগিতা চান। এএইচ


No comments:

Post a Comment