Monday, December 8, 2014

নৌকা ডুবে ইয়েমেনে ৭০ জনের মৃত্যু:Time News

নৌকা ডুবে ইয়েমেনে ৭০ জনের মৃত্যু ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ০৮ ডিসেম্বর, ২০১৪ ০৮:৪৭:৩৩ ইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের বেশিরভাগই ছিল ইথিওপিয়ার নাগরিক। নিরাপত্তা কর্মীরা বলছেন, প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণেই নৌকোডুবি হয়েছে। বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, অ
পেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেবার সময় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এইসব অভিবাসীরা ইয়েমেন-এর উত্তরে অবস্থিত সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উন্নত জীবনের আশায় প্রতি বছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী মধ্য প্রাচ্য ও ইউরোপে যাবার জন্য ইয়েমেনকে একটি প্রবেশপথ হিসেবে ব্যবহার করে থাকে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবেশ করার জন্য অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে তাদের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা। ভালো চাকরি ও উন্নত জীবনের আশায় সৌদি আরব বা মধ্য প্রাচ্যের অন্যান্য দেশ এবং ইউরোপে ধনী দেশগুলোতে যাবার জন্য প্রতিবছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে লোহিত সাগর পাড়ি দেয়। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি হতে গিয়ে গত ১২ মাসে সমুদ্রে ডুবে দুইশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিল জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা। সেসময় জাতিসঙ্ঘ আরো বলেছিল যে, যেসব অভিবাসী অবৈধ পথে সাগর পাড়ি দেয় অনেক সময়ই তারা খারাপ আচরণ, অন্যায় ব্যবহার, নির্যাতন ও ধর্ষণের মতো সহিংস ঘটনার শিকার হয়। সূত্র : বিবিসি। এএইচ


No comments:

Post a Comment