Wednesday, December 17, 2014

বঙ্গবন্ধুকে রাজাকার বলায় তারেককে উকিল নোটিশ:RTNN

বঙ্গবন্ধুকে রাজাকার বলায় তারেককে উকিল নোটিশ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের সবচেয়ে বড় রাজাকার বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। বুধবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী এই নোটিশ পাঠান। উকিল নোটিশটি তারেক রহমানের মা ও বিএনপি চেয়ার
পারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়। নোটিসে তারেককে বক্তব্য প্রত্যাহার করে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। তা করা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মোমতাজ। নোটিশে বলা হয়, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আপনার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও ইতিহাসের জ্ঞান নেই।’ বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আট দিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনে সোমবার ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটরিয়ামে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ দাবি করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল, চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় রাজাকার। তিনি বলেন, বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে, তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি। ওই বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃতি করে তারেক রহমান ‘গর্হিত কাজ’ করেছেন বলে নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী মোমতাজ। মন্তব্য      


No comments:

Post a Comment