Monday, December 22, 2014

তারেকের বক্তব্য ‘ক্ষমার অযোগ্য’: মোজাম্মেল:RTNN

তারেকের বক্তব্য ‘ক্ষমার অযোগ্য’: মোজাম্মেল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে তা ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি শিগগিরই এই বক্তব্য প্রত্যাহার করে তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সোমবার সকালে সচিবালয়ের লিংক রোডে মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল
এফ এফ ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে খালেদার কুলাঙ্গার পুত্র তারেক রহমান যে বক্তব্য দিয়েছে তা অচিরেই প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তা না হলে দুর্নীতিবাজ, লম্পট, অর্থপাচারকারী তারেককে জাতি ছেড়ে দিবে না।’ তিনি আরো বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয়ে খালেদার কুলাঙ্গারপুত্র তারেক বিদেশে বসে স্বাধীনতার ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে।’ এ সময় তারেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। মন্ত্রী বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এটাই ইসলামের শাশ্বত বাণী। সমাজে আমরা যারা স্বচ্ছল আছি, তারা অস্বচ্ছলদের কথা ভাবি না। যা ইসলাম ও মানবতার পরিপন্থী। তাই আর্থিকভাবে সমাজের অবস্থা পরিবর্তনের জন্য বিভিন্ন সেবামূলক কাজে সহায়তা করতে স্বচ্ছলদের এগিয়ে আসতে হবে।’ বক্তব্য শেষে মন্ত্রী এফ এফ ফাউন্ডেশনের ঢাকা মহানগরীর ১০টি ইউনিটের মুক্তিযোদ্ধাদের হাতে ৫০০ কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক কমান্ডার নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। গত সোমবার লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বলেন তারেক রহমান। পৌনে দুই ঘণ্টার দীর্ঘ বক্তৃতায় তারেক রহমান দাবি করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের পরিবারের কোনো অবদান নেই। এই বক্তব্যের পর বাংলাদেশের কয়েকটি জেলায় তারেকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়। এদের মধ্যে কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মন্তব্য      


No comments:

Post a Comment