Tuesday, December 9, 2014

তুহিন মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের দুই মামলা:RTNN

তুহিন মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের দুই মামলা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সংবিধান নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলা দুটি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক গোলাম রব্বানী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হা
সিবুল হক রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে মামলা দুটি এজহার হিসেবে গণ্য করার জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩০ নভেম্বর লন্ডনের লিলি গার্ডেন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বক্তব্য দেন ড. তুহিন মালিক। উল্লেখ্য, টেলিভিশনের টকশো ছাড়াও বিভিন্ন আলোচনা সভা-সেমিনারে ড. তুহিন মালিককে সরকারের সমালোচনায় সোচ্চার দেখা যায়। এ কারণে তার ওপর ক্ষমতাসীনদের অনেকেই ক্ষুব্ধ। বিভিন্ন সময় তার ওপর হামলা এবং প্রাণণাশের হুমকিও দেওয়া হয়েছে। মন্তব্য      


No comments:

Post a Comment