Tuesday, December 9, 2014

খালেদাকে আয়নায় নিজের মুখ দেখতে বললেন চুপ্পু:RTNN

খালেদাকে আয়নায় নিজের মুখ দেখতে বললেন চুপ্পু নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কড়া সমালোচনা করেছেন আয়োজক প্রতিষ্ঠান দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘আপনি (খালেদা জিয়া) ব্যঙ্গ করে দুদককে দুর্নীতি কমিশন, দায়মুক্তি কমিশন বলছেন। কিন্তু দুদক কাউকে দায়মুক্তি দেয় না।’ তিনি আ
রো বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মোশতাককে দায়মুক্তি দেয়ার ঘটনা দেশের প্রথম ও একমাত্র দায়মুক্তির ঘোষণা।’ এ ধরনের কথা বলার আগে বিএনপির চেয়ারপারসনকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন চুপ্পু। তিনি বলেন, ‘আপনারা বলেন, দুদক দায়মুক্তি দিচ্ছে। কিন্তু ভৈরব সেতুর দুর্নীতি থেকে আপনাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা তো উল্লেখ করেন না।’ দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনার (খালেদা জিয়া) শাসনামলে বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’ এ সময় তিনি টিআইবিকেও একহাত নেন। চুপ্পু বলেন, ‘সম্প্রতি টিআইবি দুর্নীতির যে ধারণাসূচক প্রকাশ করেছে তাতে কিছু বিষয় প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি বলেন, জনগণের কাছে দুদক সম্পর্ককে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে। অথচ দুদকের সাফল্যের কথা তারা তুলে ধরেননি। তারা আসলে ‘ঘরের শত্রু বিভীষণ’ হিসেবে কাজ করেছে। শিল্পকলা একাডেমিতে সকালে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৪’ উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক। মন্তব্য      


No comments:

Post a Comment