
বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি। মঙ্গলবার রায় ঘোষণার পর এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ দুই দিনের এই হরতাল কর্মসূচি ঘোষণা
করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার দুপুরে এই রায়ে আজাহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। তারই প্রতিবাদে দলের পক্ষ থেকে এই হরতাল ডাকা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ী হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment