Tuesday, December 9, 2014

খালেদার সঙ্গে কথিত বৈঠকে অংশগ্রহণকারীরা ‘সনাক্ত’:RTNN

খালেদার সঙ্গে কথিত বৈঠকে অংশগ্রহণকারীরা ‘সনাক্ত’ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মকর্তাদের ‘সনাক্ত’ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই বৈঠকে অংশগ্রহণকারীদের সনাক্ত করা হয়েছে জানিয়ে ইসমাত আরা বলেন, ‘আ
মি বলেছিলাম, বিষয়টি হালকাভাবে নেয়া হবে না। তা নেওয়াও হয়নি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে এই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী বেশির ভাগই প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা এবং অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বৈঠকে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে কিছুসংখ্যাক সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও বিএনপির পক্ষ থেকে বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে। মন্তব্য      


No comments:

Post a Comment