Tuesday, December 9, 2014

২৯ বারেও দাখিল হয়নি সাগর-রুনি মামলার তদন্ত প্রতিবেদন :Natun Barta

ঢাকা: সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর দিন পুনঃনির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে ২৯তম বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। হত্যাকাণ্ডের গত ৩৪ মাসেও প্রতিবেদনটি দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিনও কোনো প্রতিবেদন আদালতে দাখিল করেননি মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব সদর দফতরে
র ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক শাখার সহকারী পরিচালক মো. ওয়ারেছ আলী মিয়া। তিনি ফের সময়ের আবেদন জানান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত দুপুরে আগামী ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পুনঃনির্ধারণ করেন। এর আগে আরো ২৮ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন আদালত। এর আগে গত ২০ মার্চ, ১৩ আগস্ট ও ১৮ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনে মামলায় জব্দ আলামতের সঙ্গে ম্যাচিং করার জন্য গ্রেফতার আট আসামি ও সন্দেহভাজন ২১ আত্মীয়-স্বজনের ডিএনএ নমুনা আমেরিকায় পাঠানো হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। তিনি প্রতিবেদনে আরো জানান তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের লোকজন, নিহতের আত্মীয়স্বজন, নিহতদের অফিসের সহকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ১৫০ জন ব্যক্তি জবানবন্দী ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। আমেরিকায় পাঠানো ডিএনএ নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। যা যাচাই বাছাই চলছে। এ প্রতিবেদন ও তদন্ত ফলাফলের ওপর ভিত্তি করে শিগগির সম্ভব আদালতে চার্জশিট দেয়া হবে। এই মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমান ও রিমান্ডে নেয়া দুই আসামিসহ মোট ৮ জন আসামি বর্তমানে কারাগারে আছেন। আসামিরা হলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি যে বাড়িতে থাকতেন ওই বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেয়া হলেও তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেননি। সম্প্রতি আসামি তানভীর রহমানকে কেন জামিন দেয়া হবে না এ সম্পর্কে হাইকোর্ট রুল জারি করেছে। প্রসঙ্গত, ২০১২ সালের বছর ১০ ফেব্রয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। নতুন বার্তা/এআর/জবা


No comments:

Post a Comment