নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা: নিহত ১২০ আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২৯ নভেম্বর, ২০১৪ ০৯:২৮:০৮ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে দফায় দফায় বোমা বিস্ফোরণে অন্তত ১২০ জন নিহত ও ২৭০ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, মৃতের সংখ্যা ১২০ জন এবং আহত ২৭০ জনেরও বেশি। আহতদের কানো হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে। মসজিদে মোট ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে। কানো প্রদেশের যৌথ বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ই
কেচুকু এজে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কানো শহরের প্রধান মসজিদে জুমা নামাজের খোতবা শোনার জন্য শত শত মুসল্লি জড়ো হয়েছিলেন। রাজধানী আবুজা থেকে ৪২৩ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটি। আমিনু আবদুল্লাহি নামে এক মুসল্লিা জানান, কয়েক সেকেন্ডের মধ্যে মসজিদের ভেতরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে এবং তৃতীয়টি রাস্তায় বিস্ফোরিত হয়। মসজিদের ইমাম নামাজ শুরু করার আগে একটি গাড়ি জোর করে মসজিদে ডুকতে নিলে মুসল্লিরা বাধা দেয়। ঠিক এমন সময়ে বিস্ফোরণ ঘটে।ফলে মুসল্লিরা এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে। এমন সময় অজ্ঞাত বন্দুকধারীরা ভীরের মধ্যে গুলি করা শুরু করে যার ফলে অনেক লোক নিহত হয়। কেউ এখনো হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা সাধারণত এ ধরনের হামলার জন্য বোকো হারামকে দায়ী করে থাকেন।সূত্র:বিবিসি ইআর
No comments:
Post a Comment