
ার পক্ষে উত্থাপনের সুযোগ পান হাজী সেলিম। প্রশ্ন উত্থাপনের পরই রীতি অনুযায়ী একটি সম্পূরক প্রশ্নের সুযোগও পান তিনি। এ সময় স্পিকারের উদ্দেশ্যে হাজী সেলিম বলেন, ‘হায় রে কপাল মন্দ, আপনি থাকতে আমার মেয়র পদটি বন্ধ। মাননীয় স্পিকার আপনি যদি আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করতেন তাহলে আমি থাকতাম দক্ষিণে’। তার এ প্রশ্ন শুনেই স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘মাননীয় সদস্য আপনার পদত্যাগপত্রটি আসলে কোথায়?’ এর জবাবে হাজী সেলিম বলেন, ‘মাননীয় স্পিকার পদত্যাগপত্র দিয়েছিলাম, আপনি গ্রহণ করেননি। আরেক জন ছিঁড়ে ফেলেছেন।’ এ কথা বলেই হাজী সেলিম সম্পূরক প্রশ্নে যাওয়ার আগে হো হো করে হেসে ফেলেন। এরপর আর বির্তকে না গিয়ে স্পিকার বলেন আপনি প্রশ্ন করুন। এর আগে গত ২৪ মার্চ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাজি সেলিম বলেছিলেন, এই সংসদে আমি আর থাকবো না। দুই এক দিনের মধ্যেই পদত্যাগ করবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনে অংশ নিতেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২৪ মার্চ স্পিকারের সঙ্গে দেখা করেন তিনি। তবে পদত্যাগপত্র না দিলেও, কি করবেন এ নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করেন বলে জানা যায়। তবে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত সংসদ সদস্য পদ ছাড়েননি হাজী সেলিম। এএইচ
No comments:
Post a Comment