মধ্য আয়ের দেশ হওয়া কঠিন : দেবপ্রিয় স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৭ নভেম্বর, ২০১৪ ১৫:০২:৫২ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া বাংলাদেশের জন্য কঠিন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এজন্য আগামী এক দশক সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতিসংঘের আংকটাড-এর স্বল্পন্নোত দেশের (এলডিসি) রিপোর্ট ২০১৪ প্রকাশনা অন
ুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির সম্মানিত ফেলো হিসেবে দায়িত্ব পালনকারী ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশ উন্নতমানের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে অনেক পিছিয়ে আছে। এর বড় কারণ কৃষি খাতের উপর কর্মসংস্থানের আধিক্য। এখাতে বেশি লোক কাজ করলেও আয় কম হচ্ছে। তিনি দ্রুত মধ্যআয়ের দেশে পরিণত হওয়ার জন্য মানবসম্পদের উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা প্রতিরোধের উপর জোর দেয়ার পরামর্শ দেন। এলডিসি রিপোর্টটি সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। এএইচ
No comments:
Post a Comment