নওয়াজ-মোদির ৩০ সেকেন্ডের করমর্দন মো: কামরুজ্জামান, নেপালের কাঠমন্ডু থেকে টাইম নিউজ বিডি, ২৭ নভেম্বর, ২০১৪ ১৭:২৪:১৭ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপণী দিনে দেখা মিলল সেই কাঙ্খিত মুহুর্তটির। চির বৈরী পাক-ভারত মোলাকাত। হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমন্ডুর সিটি হলের রাষ্ট্রীয় গৃহসভায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে আট সদস্য দেশের প্রায় সব সরকার প্
রধানরাই সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। কিন্তু সার্কের সবচেয়ে প্রভাবশালী দুই দেশ পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক না হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চলে। এমনকী দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হলেও সৌজন্যতা বিনিময় পর্যন্ত না হওয়ায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তবে, সমাপণী দিনে সম্মেলনের শেষে দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রায় আধা মিনিটের লম্বা করমর্দন দৃষ্টি কাড়ে মিডিয়ার। সমস্ত মিডিয়ার ক্যামেরা তখন দুই নেতার করমর্দনের দিকে। উপস্থিত অতিথিরাও ছিলেন এই অসাধারণ দৃশ্য উপভোগে ব্যস্ত। অন্তত শেষ মুহুর্তে একটি মধুর বিদায়ের মধ্য দিয়ে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমবে বিশেষ করে ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন মোড় নিবে এমনটাই প্রত্যাশা করছেন এই অঞ্চলের কোটি মানুষ। কাঠমন্ডুর মিডিয়া সেন্টার থেকে
No comments:
Post a Comment