বলের আঘাতে এবার ইসরায়েলী আম্পায়ারের মৃত্যু স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ৩০ নভেম্বর, ২০১৪ ০৯:০০:০৫ মুখে বল লেগে এবার আম্পায়ারিং করা অবস্থায় মারা গেলেন ৬০ বছর বয়সী হিলেল ওস্কার। ইসরায়েলের উপকূলীয় শহর অ্যাশডডে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার দুপুরে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের জন্য যখন ক্রিকেট বিশ্ব শোকাহত ঠিক তখনই ক্রিকেটাঙ্গনে এলো আরও একটি মৃত্যুর খবর। ঘটনার প্রত্যক্ষদর্শী এক খেলোয়াড় চ্যা
নেল টেন-কে বলেন, একজন ব্যাটসম্যান দ্রুতগতিতে বলটি মারলে স্ট্যাম্পে লেগে আম্পায়ারের মুখে গিয়ে আঘাত হানে। মুখে বল লেগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় আশকেলোন’স বারজিলি হাসপাতালে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইসরায়েল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নাওর গুডকার বলেন, আমরা খুবই ব্যথিত। আমরা জানি তিনি বলটিকে এড়াতে চেয়েছেন। কিন্তু কি ঘটেছে তা তদন্তের পর হয়তো বলা যাবে। তিনি একজন অসাধারণ মানুষ, ক্রিকেটার এবং আম্পায়ার ছিলেন। এএইচ
No comments:
Post a Comment