Saturday, November 29, 2014

আবার নতুন দল নিয়ে আসছেন নাজমুল হুদা:RTNN

বিএনএফে ব্যর্থ, এবার হুদার বিএমপি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) গঠনের পর সুবিধা করতে না পারায় এবার নতুন আরেকটি দলের নাম ঘোষণা করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। নতুন দলের নাম দেয়া হয়েছে বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি)। এছাড়া তার নেতৃত্বে নতুন একটি জোটের ঘোষণা দেয়া হয়েছে। নতুন জোটের নাম দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় জো
ট। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নতুন জোটের নাম ঘোষণা করলেও জোটে কোন কোন দল অন্তর্ভুক্ত হবে তা জানানো হয়নি। এর আগে, বিএনপি থেকে বহিষ্কার হয়ে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন। পরে নিজের গড়া ওই দল থেকেও তাকে বহিষ্কার করা হয়। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment