জিয়া ট্রাস্ট মামলায় খালেদার লিভ টু আপিল খারিজ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। সোমবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্ব
াধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এই দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। রিট দুটি হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে চলতি বছর পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে লিভ টু আপিলের ওপর শুনানি শেষে সোমবার আদেশ হলো। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ আমলে নেওয়া বিরুদ্ধে খালেদা জিয়ার করা বাতিল আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধেও তিনি ২০১২ সালে একটি লিভ টু আপিল করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারক বাসুদেব রায়ের আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মন্তব্য pay per click নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: হজ, মহানবী (সা.) এবং তাবলিগ জামায়াত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রিসভা থেকে অপসারিত এবং . . . বিস্তারিত নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ছাত্রলীগের মধ্যে জামায়াত-শি . . . বিস্তারিত
No comments:
Post a Comment