ঢাকা: এবার জঙ্গি সংক্রান্ত তদন্তে বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে ভারতে। বৃহস্পতিবার বিকেলে তিন দিনের এ সফরে তারা ঢাকা থেকে রওয়ানা হবেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধি দলের মধ্যে তিনিও রয়েছেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) এডিশনাল ডিআইজি জিএম আজিজুর রহমান, এনএসআই’র প
রিচালক আবু হেনা মো. মোস্তফা, র্যাবের লে. কর্ণেল মো. আবুল কালাম আজাদ, পুলিশ সদর দফতরের এআইজি মাহফুজুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আশরাফুল ইসলাম ও ডিজিএফআই’র মেজর মো. আতিকুর রহমান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মনিরুল ইসলাম বলেন, “সেখানে আমাদের নিজস্ব কিছু কোয়েরি থাকবে। সেগুলো আমরা জানার চেষ্টা করব। একইসঙ্গে বাংলাদেশের পলাতক আসামি জেএমবি সদস্যদের অবস্থান বিষয়েও খোঁজ খবর নেয়া হবে।” নতুন বার্তা/কেএমআর/জিহ
No comments:
Post a Comment