Sunday, June 14, 2015

ফোরকানের রায় যেকোনো দিন:টাইমনিউজ

ফোরকানের রায় যেকোনো দিন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ জুন, ২০১৫ ১৫:২৯:২৬ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়টি ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখে এ আদেশ দেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট
্রাইব্যুনালে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন ফোরকান মল্লিকের আইনজীবী আব্দুস সালাম খান। ২ জুন শুরু করে তিন কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তিনি। এর আগে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত তিন কার্যদিবসে ফোরকানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত বছরের ২৫ জুন সকালে পটুয়াখালী গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে ফোরকান মল্লিককে গ্রেফতার করে। এআর

No comments:

Post a Comment