Sunday, June 14, 2015

আওয়ামী লীগ আর গণতন্ত্রে ফিরতে পারবে না: রব :নতুন বার্তা

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, “উন্নয়নের দোহাই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার হরণ করা আইয়ুব খান মডেল। যা অনেক আগেই জনগণ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ এখন আইযুবের অনুসারী।” রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জেএসডি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে
লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।     আ স ম রব বলেন, “আওয়ামী লীগ আর কোনদিন জনগণের ভোটের অধিকার, অবাধ নির্বাচন এবং গণতন্ত্রে ফিরতে পারবে না। এসব পথ দলটির জন্য রুদ্ধ হয়ে গেছে। তাই এখন রাজনীতিতে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। ” তিনি বলেন, “জনগণের অনুমোদন ছাড়া রাষ্ট্র পরিচালনাই হচ্ছে স্বৈরশাসন। জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার কারও নেই।”   লিখিত বক্তব্যে বলা হয়, “ঘোষিত বাজেটে রাজস্ব আয় ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সক্ষম হবে না। বাজেটে ঘোষিত শতকরা ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ ভাগ সীমিত রাখাও সম্ভব হবে না।” নতুন বার্তা/কেএম  

No comments:

Post a Comment