নেইমার কৃতিত্বে ব্রাজিলের জয় স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৫ জুন, ২০১৫ ১৫:৪২:১৭ অধিনায়ক নেইমারের কৃতিত্বে পেরুকে ২-১ গোলে পরাজিত করে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার নিজে এক গোল করে প্রথমে সমতা ফেরানোর পরে ইনজুরি টাইমে ডগলাস কস্তাকে দিয়ে জয়সূচক গোলটি করিয়েছেন। তিন মিনিটে কুয়েভার আকস্মিক গোলে পিছিয়ে পড়া ব্রাজিলকে দুই মিনিটের মধ্যেই সমতায় ফেরান নেইমার। এরপর স্টপেজ
টাইমে সতীর্থ ডগলাসকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপের পরে ব্রাজিলকে টানা ১১তম জয় উপহার দেন এই তারকা। ২৩ বছর বয়সী নেইমার গত ম্যাচের গোলসহ এখন জাতীয় দলের জার্সি গায়ে ৪৪টি গোল করলেন। রোববার ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই ব্রাজিয়িলান ডিফেন্ডার ডেভিড লুইজের ভুলে ক্রিস্টিয়ান কুয়েভা গোল করে পেরুকে এগিয়ে দেন। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ডান দিক থেকে ডানি আলভেসের ক্রস বার্সেলোনা সতীর্থ নেইমার মাথা ছুঁইয়ে দুই মিনিটের মধ্যেই ব্রাজিলকে সমতা এনে দেন। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শেষ বাঁশি বাজার আগে নেইমারের থ্রু বল থেকে শাকতার দোনেটাস্কের স্ট্রাইকার ডগলাস কস্তা ব্রাজিলকে দারুণ এক জয় এনে দেন। ব্রাজিল এখন গ্রুপ সি- থেকে নক আউটের স্বপ্ন দেখতেই পারে। কারণ গ্রুপে তাদের মূল প্রতিপক্ষ কলম্বিয়া রোববার দিনের প্রথম ম্যাচে ভেনিজুয়েলার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে। দ্বিতীয়ার্ধে রাশিয়ান ক্লাব জেনিট সেইন্ট পিটার্সবার্গের স্ট্রাইকার সালোমোন রনডনের একমাত্র গোলে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট কলম্বিয়া হার মানতে বাধ্য হয়। ইউরোপের বিভিন্ন শক্তিশালী লীগে খেলা তারকাসমৃদ্ধ কলম্বিয়াকে রুখে দিয়ে ভেনিজুয়েলা অঘটনেরই জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদের জেমস রদ্রিগেজ, ম্যানচেস্টার ইউনাইটেডের রাদামেল ফ্যালকাও, চেলসির হুয়ান কুয়াডারডো কলম্বিয়ার আক্রমন ভাগকে একবারের জন্য উজ্জ্বল করতে পারেননি। উল্টো ডিফেন্সের দূর্বলতার কারণে ৬০ মিনিটে গোল হজম করে। জেডআই
No comments:
Post a Comment