বৃষ্টির কারণে শেষ দিনের খেলা বন্ধ খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বৃষ্টি বিড়ম্বনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। রবিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় ফতুল্লা টেস্টের খেলা শুরু হতে দেরি হচ্ছে। গত শনিবার বৃষ্টির জন্য লাঞ্চ বিরতির পর ব্যাট করতে পারেনি বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে টাইগাররা তাদের প্রথম ইনিংসে ৩০.১ ওভার ব্যাট করে ৩ উইক
েট হারিয়ে ১১১ রান করে। এরপর বৃষ্টি শুরু হলে দিনের বাকি সময় বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। টেস্টের শুরু থেকেই বৃষ্টির কারণে কয়েক দফা খেলা বন্ধ থাকে। টেস্টের প্রথম ও তৃতীয় দিন কিছু সময়ের জন্য খেলা হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও খেলা সম্ভব হয়নি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ইনিংসে ভারত ৬ উইকেটে ৪৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার শেখর ধাওয়ান ও মুরালি বিজয়। ধাওয়ান ১৭৩ এবং বিজয় ১৫০ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান চারটি এবং জুবায়ের হোসেন দুটি উইকেট নেন। মন্তব্য
No comments:
Post a Comment