শুরুতেই তামিমকে হারালো বাংলাদেশ খেলা প্রতিবেদক আরটিএনএন নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার আগে অফিসিয়ালি ইনিংস ঘোষণা করেছে সফরকারী ভারত। গতকালের করা ছয় উইকেট ৪৬২ রানেই ইনিংস ঘোষণা করলো সফরকারীরা। বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে অশ্বিনের বলে স্ট্যাম্পিং হয়ে যান তিনি। ত
ামিম আউট হওয়ার পর ইমরুল কায়েসের সঙ্গে জুঁটি বেধেছেন মুমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ২৯ রান। কায়েস ৯ এবং মুমিনুল ১ রানে ব্যাট করছেন। এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের দেড়শ ছাড়ানো দুটি সেঞ্চুরি এবং অজিঙ্কা রাহানের ৯৮ রানের ইনিংসের উপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় অতিথিরা। দলের দুই ওপেনার ২৮৩ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। শিখর ধাওয়ান ১৭৩ ও মুরালি বিজয় ১৫০ রান করে বিদায় নেন। বাংলাদেশের পক্ষে সাবিক আল হাসান চারটি এবং জুবায়ের হোসেন দুটি উইকেট নেন। বৃষ্টি বাধায় প্রথম দিন ৫৬ ওভার খেলা হলেও ভারী বর্ষণের কারণে দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনেও বৃষ্টি বাগড়ায় কয়েকদফা খেলা বন্ধ হয়ে যায়। তৃতীয় দিন শেষে ভারতীয় দল সংগ্রহ করে ছয় উইকেটে ৪৬২ রান। চতুর্থ দিনে ব্যাট করতে না নেমেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মন্তব্য
No comments:
Post a Comment