Monday, June 22, 2015

১৫ বছরে সড়ক দুর্ঘটনায় ৪৫,০০০ নিহত:আরটিএনএন

১৫ বছরে সড়ক দুর্ঘটনায় ৪৫,০০০ নিহত নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গত ১৫ বছরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৫,৪৯৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী। ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসার
ে ২০০০ সাল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৫,৩১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৫,৪৯৫ জন নিহত হয়েছেন ও ৩৮,৭৭০ জন আহত হয়েছেন। তবে জাতিসংঘ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, পুলিশের এই রক্ষণশী হিসাবের চেয়ে প্রকৃত হতাহতের সংখ্যা আরো অনেক বেশি।  সম্প্রতি গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতের দিক থেকে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশ। বছরে এখানে অন্তত ৪০০০ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। এদিকে সংরক্ষিত সংসদ বেগম ওয়াসিকা আয়শা খানের লিখিত প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন মন্ত্রী জানান, বর্তমানে বিআরটিসি বহরে গাড়ির সংখ্যা ১,৬৭০টি। তার মধ্যে ১,৫৩২টি বাস এবং ১৩৮টি ট্রাক রয়েছে। নতুন গাড়ি আমদানি করার পরিকল্পনা সরকারের রয়েছে। বিআরটিসির জন্য ৩০০টি দ্বিতল ও ১০০টি আর্টিকুলেটেড বাস এবং ৫০০টি ট্রাক সংগ্রহের উদ্যোগ প্রক্রিয়াধীন। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বর্তমানে বিআরটিসির ১৫৮টি গাড়ি অকেজো আছে। গাড়িগুলো আর্থিকভাবে মেরামত লাভজনক না হওয়ায় বিইআর ঘোষণা করা হয়েছে।’ মন্ত্রী জানান, ২০১৩ ও ২০১৫ সালে সহিংস রাজনৈতিক আন্দোলনে বিআরটিসির ২০৫টি গাড়ি পোড়ানো এবং ভাঙচুর করা হয়েছে। এই গাড়িগুলোসহ বিআরটিসিতে মোট ২৯৫টি বাস মেরামতের আওতাধীন রয়েছে। মন্তব্য      

No comments:

Post a Comment