‘আমরা কি শুধু গুলিই খাবো’ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কেন এখন পর্যন্ত রাজ্জাককে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি তার তীব্র সমালোচনা করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচানায় হাজি সেলিম বলেন, ‘রাজ্জাককে ধরে নেয়ার পর মিয়নমারের বর্ডার গার্ড তাদের ফেসবুকে
যে কয়েকটি ছবি প্রকাশ করেছে তার মধ্যে একটি ছবিতে রয়েছে রাজ্জাককে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। এই হাতকড়া শুধু রাজ্জাকের হাতেই পরিয়ে রাখেনি, এটি ১৬ কোটি মানুষের হাতে পরানো হয়েছে।’ হাজি সেলিম বলেন, ‘মিয়নমারের বিজিপি আমাদের সঙ্গে বেয়াদবি করছে, আমরা কিছুই করতে পারছি না। আমরা এতো টাকা খরচ করছি আমাদের বিজিবির পেছনে, তাদের কাছ থেকে কি পাচ্ছি?’ তিনি বলেন, ‘মিয়ানমারের বিজিপি আমাদের সদস্যদের গুলি করে, তুলে নিয়ে যায়। এখানে আমরা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারি না, তাদের পাল্টা গুলি করতে পারি না? তার মানে কি আমাদের বিজিবি শক্তিশালী না?’ তিনি আরো বলেন, ‘সবাই জানে মিয়নমারের বিজিবি সদস্যরা ইয়াবা, মাদক চোরাচালানসহ এমন কিছু নেই তারা করে না। তারা আমাদের বিপ্লব কুমারকে গুলি করে রাজ্জাককে তুলে নিয়ে গেলো। এতো দিন হওয়ার পরও কেন আমরা এর কোনো সুরাহা করতে পারছি না। রাজ্জাককে দ্রুত ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’ কুটনৈতিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, ‘সবাই জানে আমাদের কূটনৈতিক নীতি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আর সরকারের সকল চালিকাশক্তি থাকা সত্ত্বেও কেন আমরা পারি না, তাহলে আমরা কি শুধু গুলিই খাবো?’ মন্তব্য
No comments:
Post a Comment