Sunday, June 14, 2015

খুলনায় সড়ক ও রেলপথে পাটকল শ্রমিকদের অবরোধ:টাইমনিউজ

খুলনায় সড়ক ও রেলপথে পাটকল শ্রমিকদের অবরোধ খুলনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৪ জুন, ২০১৫ ১১:৩৩:১৪ খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। পূর্ব ঘোষিত ১৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। অবরোধ চলাকালে শ্রমিকরা মহানগরীর নতুন রাস্তা মোড়, আটরা গিলাতলা এলাকার আলিম ও ইস্টার্ণ জুট মিল গেটের মাঝামাঝি এবং রাজঘাট এল
াকায় অবস্থান নেবেন। এদিকে অবরোধের ফলে নগরীর বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, সকাল ১০টায় মিছিল সহকারে এসে নির্ধারিত স্থানে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরও বলেন, পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পুরোপুরি উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পাটপণ্যের দেশীয় বাজার সুরক্ষা ও সম্প্রসারণ করার জন্য করা আইন-২০০২ ও ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট-২০১০ বাস্তবায়ন, পে-কমিশনের মতো রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, পহেলা জুলাই-২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান এবং খালিশপুর, দৌলতপুর, জাতীয় ও কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণ –এ ৫ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। যার ধারাবাহিকতায় আজকের এ অবরোধ। খুলনাঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর, আলীম, ইর্স্টান জুট মিল এবং যশোরের জেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছে। এসএইচ

No comments:

Post a Comment