Wednesday, June 17, 2015

পেসারে ভরসা, প্রথম জয়টাও গুরুত্বপূর্ণ: মাশরাফি:আরটিএনএন

পেসারে ভরসা, প্রথম জয়টাও গুরুত্বপূর্ণ: মাশরাফি খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল তিনটায়। প্রথম ম্যাচের আগে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জয়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। আর এই কাজে তিনি দলের পেসারদেরই এগিয়ে রাখছেন। বুধবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ
সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ভাল খেলছে। আমরাও ওখানে ভাল ক্রিকেট খেলেছি। আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে ওই কন্ডিশনে। এই কন্ডিশনেও বোলাররা নিজেদের সেরা প্রমাণ করেছে।’ মাশরাফি বলেন, ‘আমার বিশ্বাস ভারতের বিপক্ষে বোলাররা নিজেদের উজার করে দিতে প্রস্তুত। বিশেষ করে পেসাররা।’ তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং শক্তিশালী। বোলিংও কিন্তু খারাপ নয়। বেশ দীর্ঘ সময় ছেলেরা ভালো খেলে আসছে। পাকিস্তানের বিপক্ষে পেসারদের ভাল একটি সিরিজ গেছে। এমন উইকেটে পেসাররা খুব ভাল বোলিং করেছে।’ সাফল্যের জন্য সঠিক জায়গায় বল করার ওপর গুরুত্বারোপ করে দেশসেরা এই পেসার বলেন, ‘টেস্ট ম্যাচে বৈচিত্র্য দরকার পড়ে। কিন্তু ওয়ানডেতে সঠিক জায়গায় বল করে গেলেই উইকেট পাওয়া সম্ভব। ছেলেরা ভাল অনুশীলন করেছে। আশা করি, বৃহস্পতিবার সেভাবেই বল করবে।’ বর্তমানে অধিনায়কের সঙ্গে বাংলাদেশ দলের প্রেস আক্রমণে রয়েছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। সঙ্গে যোগ হয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকে চমক দেখানো বাম-হাতি পেসার –মুস্তাফিজুর রহমান। মাশরাফি আশাবাদ ব্যক্তি করে বলেন, ‘দলে রুবেল, তাসকিন ও মুস্তাফিজের মত ভাল তিনজন পেসার রয়েছে। মুস্তাফিজ নতুন উদীয়মান পেসার। সে সবাইকে চমকে দিতে পারে, পাকিস্তান সেটি দেখেছে। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমার কাছে বেশ ভাল একটা পেস আক্রমণ আছে। যারা যে কোনো দলের বিপক্ষে ভাল করতে সক্ষম।’ বিশ্বকাপে বিরাট কোহলিকে আউটের পর পেসার রুবেলের উচ্ছ্বাস বিষয়ে তিনি বলেন, ‘অনেকে এটিকে বাড়াবাড়ি মনে করছে। তবে রুবেল যদি আউট করার পর এমন পাগলামি করে, তাহলে হলে তো আমাদের জন্যই ভাল। তাতে আমার কোনো সমস্যা নেই।’ মাশরাফি বলেন, ‘তবে আমি চাই না, কোনো ব্যক্তিগত আক্রমণ। আমি তো রুবেল আর কোহলির মধ্যে তেমন কিছুই দেখি না। রুবেল মাত্র একবার কোহলিকে আউট করেছে। বিরাট কোহলির সঙ্গে রুবেলের কোনো সমস্যা নেই।’ তিনি বলেন, ‘কোহলিকে এমন বোলারও আছে যারা ছয়-সাতবার আউট করছে, তাদের সঙ্গেও ওরকম কিছু হয়নি। রুবেল ওর সেরাটা দিবে, কোহলিও তার সেরাটা দিবে। দুজনের মধ্যে একজনতো সফল হবেই।’ মন্তব্য      

No comments:

Post a Comment