Thursday, June 11, 2015

ইয়াজিদি হামলায় ২১ সুন্নি নিহত:টাইমনিউজ

ইয়াজিদি হামলায় ২১ সুন্নি নিহত ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ জুন, ২০১৫ ০৯:৩৯:১৬ ইয়াজিদি সম্প্রদায়ের হামলায় সুন্নি আরব অনুসারি ২১ গ্রামবাসী নিহত হয়েছে। জানুয়ারিতে চালানো ওই প্রতিশোধমূলক হামলায় ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের লোকেরা সবচেয়ে বেশি নৃশংসতার শিকার হয়েছে। বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো জানায়, ইয়াজিদি মিলিশিয়ারা গত ২৫ জানুয়ারি জিরি ও সিবায়ায় এ হামলা চালায়। জিরি ও সাবায়া
ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজারের সুন্নি আরব অনুসারি দুটি গ্রাম। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ‘প্রকৃতপক্ষে সেখানে ইয়াজিদি মিলিশিয়াদের আক্রমণ থেকে কোনো বাড়ি রেহাই পায়নি। তাদের হামলায় নিহত অর্ধেকই বৃদ্ধ বা প্রতিবন্ধী এবং নারী ও শিশু।’ প্রতিবেদনে আরো বলা হয়, সেখানে পাল্টা হামলা চালানোর সময় তারা আরো ৪০ জনকে অপহরণ করে। এদের ১৭ জন এখনো নিখোঁজ রয়েছে। অন্যান্য প্রত্যক্ষদর্শীর মধ্যে অ্যামনেস্টি এ হামলায় ১৫ ও ২০ বছর বয়সের দুই ছেলেকে হারানো এক বাবার সঙ্গে কথা বলেছে। হামলার সময় তাদের ১২ বছর বয়সের ভাইকে পেছন দিক থেকে চারবার গুলি করা হলেও সে প্রাণে বেঁচে যায়। উল্লেখ্য, ২০১৪ সালে আইএস জিহাদিরা ইয়াজিদি সম্প্রদায়ের লোকদের ওপর গণহত্যা চালায়। এতে প্রাণ বাঁচাতে হাজার হাজার লোক পালিয়ে যায়। এআর

No comments:

Post a Comment