Saturday, June 20, 2015

একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, ঘরজামাই আটক:টাইমনিউজ

একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, ঘরজামাই আটক জয়পুরহাট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২০ জুন, ২০১৫ ০৯:০৭:০২ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছেলে, শাশুড়ি ও শ্যালিকাসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে এক জামাতা। শুক্রবার দিনগত রাত সাড়ে৩টায় উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় শনিবার ভোরে জামাতাকে আটক করেছে। জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গ
িয়ে সুমনকে আটক করা হয়েছে। তবেহত্যাকাণ্ডেরকারণসম্পর্কেতাৎক্ষণিকভাবেকিছুজানাযায়নি। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রী শশীলয় মাড্ডির সঙ্গে তার স্বামী সুমনের ঝগড়া বাধে। এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে শশীলয়, ছেলে সানী (৮), শাশুড়ি সন্ধ্যারাণী (৫০), শ্যালিকা তেরেজা মাড্ডিসহ (১৭) আরও এক আত্মীয়কে কোপায়। এতে ঘটনাস্থলেই ছেলে, শাশুড়ি, শ্যালিকা ও আরেক আত্মীয় নিহত হন। গুরুতর আহত হয়েছেন শশীলয়। এআর

No comments:

Post a Comment