Thursday, June 11, 2015

কালবৈশাখীর হানায় নাকাল রাজধানীবাসী:আরটিএনএন

কালবৈশাখীর হানায় নাকাল রাজধানীবাসী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গত কয়েকদিনের তাপদাহে রাজধানীবাসীর হাসফাস অবস্থা। এ অবস্থা থেকে বাঁচতে ছিল স্বস্তির বৃষ্টির প্রতীক্ষা। তবে কাঙ্ক্ষিত সেই বৃষ্টি আসলো সঙ্গে কালবৈশাখী নিয়েই। ঝড় আর মুষলধারে বৃষ্টিতে এবার নাকাল নগরবাসী। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজধানীতে কয়েক দফা বৃষ্টি হয়। এতে স্বস্তি নেমে আসে জনজীবনে। তবে সকাল পৌনে ১০টার দিকে কালবৈশাখীর সঙ্গে
নামে মুষলধারে বৃষ্টি। আর তাতে বেকায়দায় পড়ে নগরবাসী। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়েন তারা। পানিতে রাজধানীর বেশ কিছু অংশ তলিয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। এর আগে বুধবারও রাজধানীতে কয়েক দফা বৃষ্টি হলেও পরিমাণ ছিল কম। তবে সেই বৃষ্টিই মৌসুমী বায়ু প্রবাহের বার্তা নিয়ে আসে। পূর্বাভাস দেয় আরো বৃষ্টিপাতের। অবশ্য দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন থেকেই মৌসুমি বায়ু প্রবাহের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকারও পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া অফিসের বার্তায়। আর তাতে গরমের হাসফাস অবস্থার অবসানের পর হয়তো এবার জলাবদ্ধতা ও যানজট বিড়ম্বনা অবসান কামনা করবে নগরবাসী। মন্তব্য      

No comments:

Post a Comment