সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত নিজস্ব প্রতিনিধি আরটিএনএন বাগেরহাট: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু মাইঝ্যা বাহিনীর দুই জলদস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুটি রাইফেল, ১০টি বিদেশি বন্দুক এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানিয়েছে, রবিবার ভোরে অপহৃত জেলেদের উদ্ধার অভিযানে
গেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইঝ্যা বাহিনীর উপ-প্রধান আলমগীর (৩৫) ও ডাকাত রিপন (৩০)। র্যাব-৮-এর উপ-অধিনায়ক ও অপারেশন অফিসার মেজর আদনান কবির জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক দিন ধরে বনদস্যুরা বনজীবীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এছাড়া মুক্তিপণের দাবিতে বেশ কয়েকজন বনজীবীকে অপহরণ করে বনদস্যু বাহিনী। এ অবস্থায় অপহৃত জেলেদের উদ্ধারে রবিবার ভোরে অভিযান শুরু করে র্যাব সদস্যরা। ভোরের দিকে বনের নন্দবালা খাল এলাকায় বনে লুকিয়ে থাকা বনদস্যুরা র্যােবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য র্যা বও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে বনদস্যুরা গহীন বনে পালিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা মাইজ্যা বাহিনীর প্রধান আলমগীর হোসেন ও তার সহযোগী রিপনের মরদেহ শনাক্ত করে। মন্তব্য
No comments:
Post a Comment