Monday, May 4, 2015

মুজাহিদের আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি:আরটিএনএন

মুজাহিদের আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের মত শুনানি হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচ
ারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে শুনানি করছেন আসামিপক্ষ। সোমবার দ্বিতীয় দিনের মত শুনানি করেন মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহায়তা করেন শিশির মো. মুনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেয় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল আবেদন করা হয় একই বছরের ১১ আগস্ট। মুজাহিদের আপিলের অন রেকর্ড হচ্ছেন- জয়নুল আবেদিন তুহিন। মোট ৯৫ পৃষ্ঠার ১১৫টি গ্রাউন্ডে আপিল আবেদন করা হয়। মূল আবেদনের সঙ্গে ৩,৮০০ পৃষ্ঠার নথিপত্র সংযোগ করে জমা দেয়া হয়েছে। ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর ডিসেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২০১২ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মন্তব্য      

No comments:

Post a Comment