ঢাকায় শুরু ৩ দিনব্যাপী ল্যাপটপ মেলা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: যারা বহু দিন থেকে একটি ল্যাপটপ কিনবেন কিনবেন করছেন তাদের জন্য এবার সেরা সুযোগটি এসে গেছে। সবার জন্য ল্যাপটপ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৫তম ল্যাপটপ মেলা। অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, গিগাবাইট, অ্যাভিরা, জিওনিসহ বিশ্বের নামিদামি সব ব্র্য
ান্ড তাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে মেলায় হাজির হয়েছে। রয়েছে নানা ধরনের আকষর্ণীয় অফার। প্রিয় ল্যাপটপটি কেনার এটাই বছরের সেরা সুযোগ। আর যারা জানতে চান বিশ্বের নতুন সব কালেকশন সম্পর্কে তারা শুধু ঘুরে আসতে পারেন। শুধু মেলা দেখাই নয়, মেলায় গিয়ে আপনিও অংশ নিতে পারেন মানবিক প্রয়াসে, কারণ আয়োজকরা জানিয়েছেন, মেলার টিকিট থেকে আয় করা অর্থের ২৫ শতাংশ নেপালের ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে দেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। তবে মাধ্যমিক পর্যন্ত স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলার টাইটেল স্পন্সর টেকশহর.কম। মন্তব্য প্রযুক্তি ডেস্কআরটিএনএনঢাকা: বাংলাদেশি যুবক মো. ফরহাদুল আলমের (১৯) প্রচেষ্টায় যাত্রা শুরু করল বাংলাদেশি সার্চ ইঞ্জ . . . বিস্তারিত নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: বাংলাদেশে ইন্টারনেট ডট ওআরজি চালু করা প্রসঙ্গে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশ্বের বৃহত্ত . . . বিস্তারিত
No comments:
Post a Comment