Thursday, May 14, 2015

অতঃপর রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন মোদি:টাইমনিউজ

অতঃপর রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন মোদি আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১৪ মে, ২০১৫ ১১:১৯:১৯ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে গেছেন। বৃহস্পতিবার সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্মস্থান জি’আন শহরে পৌঁছান তিনি। সফরের আগেই নরেন্দ্র মোদি বলেছেন, তার এই সফর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় করবে। এশিয়া ও উন্নয়নশীল বিশ্বের জন্য তার এই সফর ‘নতুন মাইল ফলক’ হয়ে থাকবে। ট
াইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম চীন সফরে গেলেন মোদি। তার তিন দিনের সফর শুরু হচ্ছে জি’আন শহরে বৈঠকের মধ্য দিয়ে। তবে চীন সফরের শুরুতেই চীনের রাজধানী বেইজিংয়ে না গিয়ে খানিকটা প্রটোকল এড়িয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিজের শহর দিয়ে সফর শুরু করলেন তিনি। গত বছরের সেপ্টেম্বর মাসে জিনপিং তার ভারত সফর শুরু করেন আহমেদাবাদ হয়ে, নয়াদিল্লি নয়। চীনে পৌঁছে গণমাধ্যমকে মোদি প্রথমেই যে কথাটি বলেছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ‘আমি চীন সফরের জন্য উদগ্রীব ছিলাম... একুশ শতক এশিয়ার।’ চীনে তিন দিনের সফর শেষ করে মোদি মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়াও সফর করবেন। মোদির সফরসঙ্গী হয়েছেন তার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল, পররাষ্ট্র সচিব জে জয়শঙ্কর এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা। চীনে পৌঁছানোর পর মোদিকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে তাকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী পোশাক পরে সাংস্কৃতিক পরিবেশনাও করেছেন শিল্পীরা। এমএ    

No comments:

Post a Comment