
পজেলার সোনাপাড়ার মেরিন ড্রাইভ সড়কে এস আলম হ্যাচারির সামনের এ ঘটনা ঘটেছে। উখিয়া সার্কেলের এএসপি জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জাফর মাঝি দক্ষিণ সোনাপাড়ার জহির আহামদের ছেলে। পুলিশ জানায়, সোনাপাড়ার সমুদ্র তীরে মানবপাচারকারীরা সংঘবদ্ধ হয়ে গোপন মিটিং করছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে পাচারকারীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পাচারকারী পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে মানবপাচারকারী জাফর মাঝিকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কক্সবাজার ডিবির ওসি দেওয়ান আবুল হোসেন জানান, নিহত জাফরের বিরুদ্ধে মানবপাচার আইনে ৪টি মামলা রয়েছে। তিনি মাঝিদের সর্দার। বন্দুকযুদ্ধের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। এর আগে ৭ মে দিবাগত রাতে মানবাপাচার বিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। এলা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)। এএইচ
No comments:
Post a Comment