হেন্দ্রক্ষণ। যুক্তরাজ্যের কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাটকীয় নির্বাচনে সব পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে নিরঙ্কুশ জয় পায় ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি। ৬৫০ আসনের ব্রিটিশ সংসদে কনজারভেটিভরা একাই পায় ৩৩১ আসন। এরপর আবার ডাউনিং স্ট্রিটের বাসায় ফিরে আসে ক্যামেরনের পরিবার। যথরীতি ফ্লোরেন্সকে কোলে তুলে নিলেন ক্যামেরন। তাকে আদর করলেন এবং বললেন: ‘ফ্লো, আমরা ’লেকশনে জিতেছি, আমরা জিতে গেছি।’ এবার দারুণ খুশি ফ্লোরেন্স। চিৎকার দিয়ে ফ্লোরেন্স বলে উঠল: ‘হুরে’ ব্যক্তিগত জীবনে ক্যামেরন চার সন্তানের বাবা। তাদের প্রথম সন্তান শিশুকালেই মারা গেছে। এখন দুই কন্যা এবং এক ছেলে নিয়ে সুখের সংসার তার। সূত্র: ডেইলি মেইল মন্তব্য
Sunday, May 10, 2015
‘ড্যাডি, তুমি কি ’লেকশনে জিতেছো?’:আরটিএনএন
হেন্দ্রক্ষণ। যুক্তরাজ্যের কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাটকীয় নির্বাচনে সব পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে নিরঙ্কুশ জয় পায় ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি। ৬৫০ আসনের ব্রিটিশ সংসদে কনজারভেটিভরা একাই পায় ৩৩১ আসন। এরপর আবার ডাউনিং স্ট্রিটের বাসায় ফিরে আসে ক্যামেরনের পরিবার। যথরীতি ফ্লোরেন্সকে কোলে তুলে নিলেন ক্যামেরন। তাকে আদর করলেন এবং বললেন: ‘ফ্লো, আমরা ’লেকশনে জিতেছি, আমরা জিতে গেছি।’ এবার দারুণ খুশি ফ্লোরেন্স। চিৎকার দিয়ে ফ্লোরেন্স বলে উঠল: ‘হুরে’ ব্যক্তিগত জীবনে ক্যামেরন চার সন্তানের বাবা। তাদের প্রথম সন্তান শিশুকালেই মারা গেছে। এখন দুই কন্যা এবং এক ছেলে নিয়ে সুখের সংসার তার। সূত্র: ডেইলি মেইল মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment