Thursday, May 14, 2015

‘রেড নোটিশ’ সরকারি ফরমায়েশ: শাহজাহান:আরটিএনএন

‘রেড নোটিশ’ সরকারি ফরমায়েশ: শাহজাহান নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মাদ শাহজাহান বলেছেন, ভারতে উদ্ধার সালাহ উদ্দিন আহমেদের নামে ইন্টারপোলের রেড নোটিশ কিছুই না। এটি সরকারি ফরমায়েশের একটি নোটিশ। তিনি বৃহস্পতিবার দুপুরে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন। এক প্রশ্নের উত্তরে শাহজাহান বলেন, ‘সালাহ উদ্দিনকে পাওয়া গেছে- এটাই বড় খবর। কিন্তু সরকারের দায়িত্বশীল
মন্ত্রীরা এ বিষয়ে যে ধরনের কথা বলছেন, তা কোনো রাজনৈতিক শিষ্টাচারে পড়ে না।’ এ ধরনের মন্তব্য থেকে মন্ত্রী ও ক্ষমতাসীনদের নেতাদের বিরত থাকার অনুরোধ জানান তিনি। বলেন, ‘এটা একটা মানবিক বিষয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাকে পাওয়া গেছে। এখন তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, সেগুলো রাজনীতিকেই কলুষিত করছে। এটা কারো জন্যই ভালো হবে না।’ শাহজাহানের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন- দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিমউদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদ, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ। মন্তব্য      

No comments:

Post a Comment