Sunday, May 10, 2015

মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ছাত্র ইউনিয়ন :নতুন বার্তা

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন।   রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রোববার দুপুরে টিএসসি
থেকে মিছিল নিয়ে ডিএমপি কার্যা্লয় ঘেরাও করতে  যায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।  লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কজন নেতাকর্মী আহত হন। আটক করা হয় ছাত্র ইউনিয়নের পাঁচ নেতাকর্মীকে। তারা শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে বেলা একটার দিকে বেইলি রোডের মুখে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে।  জলকামান থেকে পানি ছোড়া হয়। ছাত্র ইউনিয়ন দাবি করেছে, পুলিশের লাঠিপেটায় তাদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।  এর মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক, সহসভাপতি মারুফ বিল্লাহ তন্ময় ও পয়লা বৈশাখের নারী লাঞ্ছনার প্রতিবাদকারী ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী রয়েছেন। পুলিশ জানায়, ঘেরাও কর্মসূচি থেকে ছাত্র ইউনিয়নের পাঁচজন নেতাকর্মীকে আটক করা হয়। নতুন বার্তা/মোআ  

No comments:

Post a Comment