Wednesday, May 6, 2015

সালমান খানের ৫ বছর জেল:টাইমনিউজ

সালমান খানের ৫ বছর জেল বিনোদন ডেস্ক টাইম নিউজ বিডি, ০৬ মে, ২০১৫ ১৭:৩৪:২৪ বলিউড অভিনেতা সালমান খানকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার দায়ে তাকে এ সাজা দেয়া হয়। বুধবার মুম্বাইয়ের দায়রা আদালতের বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে বলেন, এভাবে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার দায়ে সালমান খানকে ‘পাঁচ বছর সাজা’ ভোগ করতে হবে। তবে সালমান খান এ ঘটনার জন্য তার গাড়ি চালককে দায়ী কর
েছিল। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার আমেরিকান বেকারির সামনে ফুটপাথে ঘুমিয়ে থাকা পাঁচ ব্যাক্তিকে চাপা দেয় সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি। ওই ঘটনায় এক জনের মৃত্যু হয়। বাকি চার জন গুরুতর আহত হন। আদালতে উপস্থিত থাকা এএফপি’র এক প্রতিবেদক জানান, রায় শুনে সালমান খান স্তম্ভিত হয়ে যান। জেডআই

No comments:

Post a Comment