্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।’ গতকাল বুধবার বেলা দেড়টার দিকে পল্লবীতে বাসায় ঢুকে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) এক উপসহকারী প্রকৌশলীর স্ত্রী ও মামাকে কুপিয়ে এবং ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই প্রকৌশলীর পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে জখম হয়েছে। নিহত দুজন হলেন- ডেসকোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার (২৫) ও মামা আমিনুল ইসলাম (৪০)। প্রকৌশলীর ছেলে সাদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং আশরাফুল আলম চিশতী ওরফে শাহীন নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে, প্রকৌশলী জাহিদুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাতে পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানি না। শুনেছি, আমার শ্যালককে মামলার বাদী হওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ।’ তবে পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান দাবি করেন, জাহিদুল গতকাল অসুস্থ ছিলেন। তাই তার শ্যালককে দিয়ে মামলাটি করানোর কথা পরিবারকে বলেছিলাম। তিনি বলেন, মামলা দায়ের হয়েছে। এখন অপরাধীদের গ্রেপ্তারে কাজ চলছে। বিভিন্ন দিক মাথায় রেখে মামলার তদন্তকাজ শুরু হয়েছে। মন্তব্য
Thursday, May 14, 2015
পল্লবীর জোড়া খুনে অজ্ঞাততের নামে মামলা:আরটিএনএন
্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।’ গতকাল বুধবার বেলা দেড়টার দিকে পল্লবীতে বাসায় ঢুকে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) এক উপসহকারী প্রকৌশলীর স্ত্রী ও মামাকে কুপিয়ে এবং ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই প্রকৌশলীর পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে জখম হয়েছে। নিহত দুজন হলেন- ডেসকোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার (২৫) ও মামা আমিনুল ইসলাম (৪০)। প্রকৌশলীর ছেলে সাদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক এবং আশরাফুল আলম চিশতী ওরফে শাহীন নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে, প্রকৌশলী জাহিদুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাতে পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানি না। শুনেছি, আমার শ্যালককে মামলার বাদী হওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ।’ তবে পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান দাবি করেন, জাহিদুল গতকাল অসুস্থ ছিলেন। তাই তার শ্যালককে দিয়ে মামলাটি করানোর কথা পরিবারকে বলেছিলাম। তিনি বলেন, মামলা দায়ের হয়েছে। এখন অপরাধীদের গ্রেপ্তারে কাজ চলছে। বিভিন্ন দিক মাথায় রেখে মামলার তদন্তকাজ শুরু হয়েছে। মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment